Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধামরাইয়ে ডাকাতিতে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে মেরে ফেলল ডাকাতরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকার ধামরাইয়ে ডাকাতের হামলায় রমজান মিয়া নামে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় ডাকাত দলের সদস্যরা ওই স্কুলছাত্রের বাড়ি থেকে লুট করে নেয় নগদ টাকাসহ স্বর্ণাংকার।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্য রাতে ধামরাইয়ের জালসা এলাকার সাইদ মিয়ার বাড়িতে এই ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে ডাকাত সদস্যরা একই এলাকার আজাহার ও শাজাহান মিয়া নামে আরও দুই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে লুট করে নেয় নগদ টাকা ও স্বর্ণাংকার।

নিহত স্কুলছাত্রের চাচা আজিজুল মিয়া জানান, অজ্ঞাত পরিচয়রের ৮-১০ জনের এক দল ডাকাত গেল রাতে সাইদ মিয়ার বাড়িতে প্রবেশ করে বাড়ির সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণাংকার লুট করে।

এসময় গৃহকর্তা সাইদ মিয়ার ছেলে রমজান মিয়া ডাকাত সদস্যদের বাধা দিতে চাইলে ডাকাত সদস্যরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে ঘাড়ে ও পিঠে জখম করলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এদিকে, ঘটনার পর ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া নিহতের মরদেহটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, এ অবস্থা কিছুতেই চলতে দেওয়া যায় না। যে কোন মূল্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Bootstrap Image Preview