গণেশ পুজোর মন্ডপে নাগিন সিনেমার গানে নাচছিলেন এক ব্যক্তি। এমন সময়ে হঠাৎই হলো দুর্ঘটনা। নাচতে নাচতে ডিগবাজি খেতে গিয়ে ঘাড় ভেঙে গিয়ে সকলের চোখের সামনেই মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জি নিউজ বাংলা
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের সেওনিতে। মৃত ব্যক্তির নাম গুরুচরণ ঠাকুর।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মন্ডপের মধ্যেই নাচছেন তিন ব্যক্তি। জনপ্রিয় বলিউড সিনেমা নাগিনের গানে নাচছিলেন তারা। এমন সময়ে নাচতে নাচতে ডিগবাজি খেতে যান হাতকাটা গেঞ্জি পরিহিত ওই ব্যক্তি। তবে ডিগবাজি খেতে গিয়ে সোজা ঘাড়ের উপর পড়েন তিনি। সারা দেহের ওজন এসে পরে ঘাড়ের উপর। এর পরেই নিথর হয়ে যায় তার দেহ।
সঙ্গে সঙ্গে তাকে সুস্থ করার চেষ্টা করেন ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আনন্দের অনুষ্ঠানে এভাবেই হঠাৎ নেমে আসে শোকের ছায়া। ঘটনার আকষ্মিকতায় প্রথমে বিষয়টি বুঝেই উঠতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। চোখের সামনে এভাবে মৃত্যুকে মেনে নিতে পারছেন না তার বন্ধুরা।