Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বাভাবিক পৃথিবী ফিরিয়ে আনতে যুদ্ধ করতে হবে: মাহাথির মোহাম্মদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯ PM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৯ PM

bdmorning Image Preview


অস্ত্রের যুদ্ধ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগ প্রশমনের জন্য প্রস্তুতি নেয়া। যুদ্ধ করতে হবে একটা স্বাভাবিক পৃথিবী ফিরিয়ে আনার লক্ষ্যে, যে পৃথিবীতে কয়েক হাজার ধরে আমরা বসবাস করছি।

নিউইয়র্কে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে নিজের ভাষণে বিশ্বনেতাদের উদ্দেশে এসব কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তিনি বলেন, আমাদের দেশগুলোকে বড় বড় ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের জন্য প্রস্তুতি নিতে হবে।

মাহাথির বলেন, ‘আমরা হাজার হাজার বছর ধরে যে স্বাভাবিক পরিবেশে অভ্যস্ত, সেই পরিবেশ ফিরিয়ে আনতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের প্রস্তুত হওয়া উচিত। এসব দুর্যোগ কিভাবে কমানো যায় তা আমাদের শেখা উচিত।’

মাহাথির জোর দিয়ে বলেন, ‘প্রতিটি দুর্যোগকে বৈশ্বিক দুর্যোগ বিবেচনায় নিয়ে সেখানে দ্রুত যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে দুর্যোগ বিশেষজ্ঞ দলগুলোকে। অবশ্য ওইসব দুর্যোগ নাও ঘটতে পারে। তবে আমরা ওইটার ওপর নির্ভর করতে পারি না। যখন গ্রহটি (পৃথিবী) তার পরবর্তী চক্রের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদের সবাইকে মুছে ফেলতে (ধ্বংস) পারে, তখন আমরা আরও বিধ্বংসী অস্ত্র আবিষ্কারের জন্য, যুদ্ধের জন্য আমাদের অর্থ ব্যয় করছি।’

অস্ত্র উৎপাদনের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি মানুষ হত্যার (অস্ত্র কেনা) বাজেট হ্রাস করি তবেই গবেষণা ও প্রস্তুতির জন্য তহবিল থাকবে।’

Bootstrap Image Preview