Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রস্তুতি নিনঃ মাহাথির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭ AM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭ AM

bdmorning Image Preview


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রস্তুতি নিন। তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। তাই মানুষ হত্যার বাজেট না করে গবেষণা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অর্থ ব্যয় করা উচিত। খবর স্টার অনলাইন ও চ্যানেল নিউজ এশিয়ার।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে এক ভাষণে মাহাথির মোহাম্মদ অবরোধ বা নিষেধাজ্ঞাকে সঠিকভাবে ব্যবহারের ওপরও গুরুত্ব দিয়েছেন। মাহাথির বলেন, বিশ্বকে এখন ভূমিকম্প, হারিকেন, বন্যা ও ভূমিধসের বিরুদ্ধে পদক্ষেপ এবং এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা উচিত।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিভাবে খাপ খাইয়ে চলতে হয় সেই বিষয়ে আমাদের কাজ করা উচিত। আমাদের আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী মাহাথির বলেন, বৃষ্টি তৈরি করুন এবং সূর্যের আলো ছাড়া কিভাবে খাদ্যশস্য উত্পাদন করা যায় সেই বিষয়ে গবেষণা করা উচিত।

তিনি সমুদ্র উপকূল এড়িয়ে অন্যত্র থাকার ব্যবস্থা করার আহবান জানান। মাহাথির বলেন, এসব প্রাকৃতিক দুর্যোগ সবসময় হয়তো ঘটবে না। কিন্তু এই আশ্বাসের ওপর আমাদের নির্ভর করলে চলবে না।

তার মতে, আমরা এখন এসব দুর্যোগ মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ না করে যুদ্ধের জন্য অত্যাধুনিক ও ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করছি।

Bootstrap Image Preview