Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ AM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ AM

bdmorning Image Preview


পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের নিংহাই কাউন্টিতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

নিংহাই কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটারের জানায়, রোববার (২৯ সেপ্টেম্বর) পূর্ব চেচিয়াং প্রদেশের নিংহাই কাউন্টিতে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা কারখানা থেকে আটজনকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় তারা।

কি কারণে আগুনের সূত্রপাত তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, চীনে শিল্পকারখানায় হর-হামেশায় দুর্ঘটনা ঘটে থাকে। কারখানাগুলোতে সুরক্ষার নিয়মনীতি কার্যকরভাবে প্রয়োগ করা হয় না বলে জানা যায়।

Bootstrap Image Preview