Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিহারে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২৭ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০ AM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২০ AM

bdmorning Image Preview


বিহারে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে রাজধানী পাটনাসহ বিস্তীর্ণ এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে রাজ্যে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ জেলায় আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। খবর এনডিটিভি।

এদিকে পাটনার সব স্কুল মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

যে জেলাগুলোতে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে পাটনা তার একটি। জেলার বহু এলাকা বুক সমান পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার জনজীবন স্থবির হয়ে পড়েছে।

উদ্ধারকারী নৌকা দিয়ে পানিবন্দি লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। তাদের উদ্ধারে পৌরসভার ক্রেনও ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানিবিহীন অবস্থায় অনেক লোক তাদের বাড়িঘরে আটকা পড়ে আছে।

রোববার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সংবাদ সম্মেলন করে বলেছেন, মনে হচ্ছে আবহাওয়া বিভাগও খেই হারিয়ে ফেলেছে, একেক সময় একেক পূর্বাভাস দিচ্ছে।

রাজ্যটির বন্যা কবলিত এলাকাগুলোতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে।

বিহারের প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে টানা প্রবল বর্ষণে দেখা দেওয়া বন্যা ও অন্যান্য ঘটনায় গত কয়েকদিনে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview