Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেঁয়াজের কেজি ১০০ ছাড়ালো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৮ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৮ PM

bdmorning Image Preview


ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার একদিন পরেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। খুচরা কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়ে কেজি প্রতি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দুই দিন আগেও পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। তবে একদিনের ব্যবধানেই পেঁয়াজের দাম  বেড়ে গিয়ে বাজার ভেদে দেশি পেঁয়াজ ১০০ থেকে ১২০ টাকায় আর ভারতীয় পেঁয়াজ ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, পেঁয়াজের দাম বেড়েছে আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ, তাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে।

উল্লেখ্য, ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। রোববার এ সিদ্ধান্ত জানার পর থেকেই বাংলাদেশের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন।

Bootstrap Image Preview