ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরিদের পক্ষে সংহতি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নারী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।
তিনি বলেন, চলমান অবরুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।
এক টুইট বার্তায় তিনি বলেন, আমরা কাশ্মীরিদের মানবিক মর্যাদার পক্ষে দাঁড়িয়েছি। যার মধ্যে রয়েছে তাদের গণতন্ত্র, সাম্যতা এবং সবার জন্য মানবাধিকার।
সেখানকার সহিংসতা ও অত্যাচারের বিষয়টিতে জোর দিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সেখানে যোগযোগ বিচ্ছিন্ন ও জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছে।
তিনি এক ব্যবহারকারীর একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে কাশ্মীরে সংহতি পদযাত্রায় অংশ নিতে লোকজনদের দেখা যায়।
৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। এর পরে ওই অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েন করে। ফলে কার্যত বন্দি হয়ে পড়েন উপত্যাকার মানুষ। সেখানে দীর্ঘদিন ধরে কারফিউ জারি করা হয়। ফলে সেখানে মানবিক সংকট দেখা দেয়। এ নিয়ে প্রতিবেশী পরমাণু শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ দেখা দেয়।
এদিকে ভারতের এমন নজিরবিহীন কার্যক্রমের পর পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি তুলে ধরে।