Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন সেই ভিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ০১ অক্টোবর ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সদ্য সাবেক ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যোগদান করেছেন। তিনি পূর্বের কর্মস্থল বায়োটেকনোলজি বিভাগে যোগদান করেই বুধ ও বৃহস্পতিবার ছুটি নেন।

বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে অধ্যাপক নাসিরউদ্দিন বায়োটেকনোলজি বিভাগে পুনরায় যোগদানের জন্য আবেদন করেছেন। তাঁর আবেদনপত্র প্রশাসন বরাবর পাঠানো হয়েছে। এ ছাড়াও তিনি দুই দিনের ছুটি চেয়েও আরেকটি আবেদন করেছেন, সেটি কৃষি অনুষদের ডিন বরাবর পাঠানো হয়েছে।

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের দীর্ঘ ১২ দিনের আন্দোলনের পর গতকাল সোমবার পদত্যাগ করেন অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। এর পরদিনই তিনি নিজের পূর্বের কর্মস্থলে যোগ দিলেন।

Bootstrap Image Preview