Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাইওয়ানে নৌকার ওপর সেতু ভেঙে ২ জেলের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি নদীর ওপর প্রায় ১৪০ মিটার দীর্ঘ একটি সেতু ভেঙে পড়েছে। এ সময় সেতুটির ওপর থাকা একটি তেল ট্যাংকার নিচে অপেক্ষমাণ মাছ ধরা নৌকার ওপর পড়লে ঘটনাস্থলেই অন্তত দুই জেলের মৃত্যু হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে হওয়া দুর্ঘটনার একটি ভিডিও এরই মধ্যে অনলাইনে পোস্ট করেছেন দেশটির আইনপ্রণেতা ওয়াং তিং-ইউ। যেখানে দেখা যায়, ইলান কাউন্টির নানফাংগাও হার্বারে সেই ব্রিজটি আচমকা পানির ওপর ভেঙে পড়ছে।

দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ‘সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (সিএনএ) জানিয়েছে, ব্রিজের উপর থাকা তেলবাহী ট্রাকটি দুর্ঘটনার সময় নিচে থাকা বেশ কয়েকটি মাছ ধরা নৌকার ওপর গিয়ে পড়ে। এ সময় সব কয়টি নৌকাতেই আগুন লেগে যায়।

এ দিকে ইলান কাউন্টি ফায়ার ব্যুরোর একজন মুখপাত্র বলেন, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যুসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেছেন, ‘দুর্ঘটনার দিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকে। যদিও স্থানীয় সময় রাত ৮টার দিকে দুজনের মরদেহ পাওয়া গেলে কর্তৃপক্ষ অভিযানকে সমাপ্ত বলে ঘোষণা করে।’

আরও পড়ুন :- আলোচনার কথা জানিয়ে ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উ. কোরিয়া

অপর দিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছিলেন, ‘আমরা আশা করছি অতি অল্প সময়ের মধ্যেই সবাইকে নিরাপদে উদ্ধার করতে পারব। তবে ঠিক কী কারণে ব্রিজটি ভেঙে পড়েছে সে বিষয়টিও তদন্ত করে দেখা হবে।’

Bootstrap Image Preview