গণতন্ত্রের দাবিতে গত প্রায় তিনমাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে হংকংয়ের জনগণ। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে। এ অবস্থায় হংকংয়ে নিরবে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে চীন।
বিশেষজ্ঞরা বলছে, হংকংয়ে বর্তমানে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি চীনা সেনা মোতায়েন রয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হংকংয়ের নিরাপত্তা ব্যবস্থায় মূলভূখণ্ড থেকে যে অল্প কিছু সেনা মোতায়েন করা হয় তাদের ‘দায়িত্বের পালায় নিয়মিত পরিবর্তনের’ অংশ হিসেবে নতুন সেনা নগরীতে প্রবেশ করেছে।
প্রসঙ্গত, চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে হংকংয়ে আন্দোলন শুরু হয়। আন্দোলনের মুখে ওই বিল প্রথমে ‘মৃত’ এবং পরে ‘সম্পূর্ণ বাতিল’ ঘোষণা করে প্রশাসন। তবুও আন্দোলন থামানো যাচ্ছে না বরং দিন দিন পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষের মাত্রা বাড়ছে।
এদিকে সাতজন এশীয় এবং পশ্চিমা দূত বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করে বলেন, অগাস্টের শেষ দিক থেকে যেভাবে হংকংয়ে (চীনা) সেনা মোতায়েন বেড়েছে সেটি কোনোভাবেই নিয়মিত কাজের পালা পরিবর্তনের অংশ নয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হংকংয়ে সাধারণত চীনা সেনাসদস্যের সংখ্যা তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে থাকে। কিন্তু তাদের হিসাব মতে, এখন সেই সংখ্যা ১০ থেকে ১২ হাজার।