Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে ভারত, একথা সঠিক নয়: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ০৫:৫০ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ০৫:৫০ PM

bdmorning Image Preview


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যমে বলা হচ্ছে, ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে ভারত, একথা সঠিক নয়।

বুধবার (২ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 'সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা: উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা' শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)।

এসময় বাংলাদেশকে বিপদে ফেলতে ভারত ইচ্ছে করে ফারাক্কা বাঁধ খুলে দেয়নি বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, স্বাভাবিকভাবেই পানির বাঁধ খুলে দিয়েছে ভারত। এটা নতুন কোনো বিষয় নয়। এসময়ে এমনিতেই বাঁধ খোলা থাকে।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা ভারতের অবস্থান জানেন, আমাদের অবস্থান কী সেটাও জানেন। সুতরাং, ভারত সফর ফলপ্রসূ হবে।

Bootstrap Image Preview