Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে বাংলাদেশি তরুণীকে গণধর্ষণে চাঞ্চল্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ০৭:১৯ PM

bdmorning Image Preview


ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি এক তরুণীকে গনধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ মঙ্গলবার রাতে পেট্রাপোল সীমান্তের নরহরিপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, ওই ঘটনায় দুই অভিযুক্ত মোশারেফ মণ্ডল ও তপন বিশ্বাসের খোঁজ শুরু করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার পর তরুণীকে নজরদারিতে রেখেছেন পুলিশ কর্মকর্তারা। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের নড়াইল জেলার মীরজাপুরের বাসিন্দা ওই তরুণী। স্বরূপনগর সীমান্ত দিয়ে দালাল মারফত চোরাপথে ভারতে প্রবেশ করেন। এরপর কাজের উদ্দেশে গুজরাটের সুরাটে চলে যান। সেখানেও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। ফের বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই লক্ষ্যেই গুজরাট থেকে পালিয়ে আসে পশ্চিমবঙ্গ রাজ্যে।  এরপের তিনি পেট্রোপোল সীমান্তে পাচারকারী এক দালালের বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, সেখানেই গণধর্ষণের শিকার হন তিনি। অভিযুক্ত দুই যুবকের নাম মোশারেফ মণ্ডল ও তপন বিশ্বাস। 

পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তই বাংলাদেশে চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। 

নির্যাতিতা তরুণীর বয়ানে জানা গেছে, মঙ্গলবার রাতে কোনোক্রমে অভিযুক্তদের গোপন ডেরা থেকে পালিয়ে আসেন তিনি। এরপর পেট্রোপোল সীমান্তে টহলরত পুলিশের দ্বারস্থ হন তিনি। সমস্ত ঘটনার বিবরণ পুলিশের কাছে কুলে ধরেন। অভিযুক্তদের নামে ধর্ষণের মামলা রুজু করেন। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, চোরাপথে ভারতে প্রবেশের অপরাধে ওই তরুণীর বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে তাকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হবে।

Bootstrap Image Preview