Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোদির ভাষণ না দেখানোয় দূরদর্শনের কর্মকর্তাকে বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৯, ০৯:৩৮ AM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৯, ০৯:৩৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ জাতীয় টেলিভিশনে সম্প্রচার না করার কারণে বরখাস্ত হলেন চেন্নাই দূরদর্শনের সহকারী ডিরেক্টর আর বসুমতী। 

গত ৩০ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাজের শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্ত সরকারি টিভি চ্যানেল হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেই কথোপকথন সম্প্রচারিত হয়নি চেন্নাই দূরদর্শনে।

জানা যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠান সম্প্রচার আটকে দেন চেন্নাই দূরদর্শন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর বসুমতি। আর এই অভিযোগেই কঠোর শাস্তির মুখে পড়তে হল তাকে। অনির্দিষ্টকালের জন্য চেন্নাই দূরদর্শনের এই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলো উর্ধ্বতন কর্তৃপক্ষ।

তবে চিঠিতে তার বরখাস্ত হওয়ার কারণ উল্লেখ করা হয়নি। কিন্তু চেন্নাই দূরদর্শনের কর্মীদের একাংশের অনুমান, মাদ্রাজ আইআইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠান সম্প্রচার না করার জন্যই তাকে বরখাস্ত করা হয়েছে।

সূত্রের খবর, ওইদিন মোদির অনুষ্ঠান সম্প্রচারিত হবে কিনা, তা প্রথমে উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানতে চান আর বসুমতি। উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফেও সবুজ সংকেত দেওয়া হয়।

অভিযোগ, তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কথোপকথন সম্প্রচারিত হয়নি যা স্পষ্ট নিয়মবিরুদ্ধ বলে মনে করছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই কারণেই সেন্ট্রাল সিভিল সার্ভিস রুল ১৯৬৫ তে বরখাস্ত করা হয় তাকে৷ জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানের সময় তামিল গান ও নাটকের একটি অনুষ্ঠান সম্প্রচার হয়েছিল ডিডি চেন্নাইতে।

যে ঘটনা নজরে আসে প্রধানমন্ত্রীর দপ্তরের। এরপরেই সংশ্লিষ্ট দপ্তরের তরফে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই দূরদর্শন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তারা। সম্পূর্ণ বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরই সম্পূর্ণ ঘটনা প্রকাশ্যে আসে।

 

Bootstrap Image Preview