Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে দেবী নয় অর্ধশতাধিক মাকে জ্যান্ত পূজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:৪৫ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:৪৫ PM

bdmorning Image Preview


মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমিতে অর্ধশতাধিক মাকে জ্যান্ত মাতৃপূজা করেছেন তাদের সন্তানেরা। কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ব্যতিক্রমী এই পূজার আয়োজন করা হয়।

জানা গেছে, হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপ‚জা উপলক্ষে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার প্রথম জীবিত মায়ের পূজা দেয়ার জন্য একটি মন্দির তৈরি করেছেন যা পৃথিবির বুকে একমাত্র জীবন্ত দেব দেবীর মন্দির।

উল্লেখ্য মাদারীপুরে গত ৪ বছর যাবত নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমিতে এই পূজার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে অংশ নেন প‚র্ব কালাগাছিয়া, উত্তর কলাগাছিয়া, চৌহদ্দী, বাহাদুপুর, কমলাপুর, আড়ুয়াকান্দি, কেন্দুয়া, মাঠিভাঙ্গা ও চৌরশির প্রায় অর্ধশত মা এবং তাদের সন্তানরা। এ সময় মায়েরা চেয়ারের ওপর বসে থাকেন এবং তাদের সন্তানেরা মাকে ফুল, চন্দন, তুলসী, দুর্বা দিয়ে পায়ে পূজা করনে। এ পূজা দেখার জন্য দেশের বিভিন্ন স্থানসহ কলকাতা থেকে বিভিন্ন শিল্পীরা আসেন। 

Bootstrap Image Preview