Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে হামলার প্রোমো ভিডিও ছাড়ল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:৫৭ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৯, ০৬:৫৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের (জইশ-ই-মোহাম্মদ) ঘাঁটিতে বিমান হামলা চালানোর দাবি করেছিল ভারত। এই হামলা ‘বালাকোট এয়ারস্ট্রাইক’ নামে পরিচিত। 

শুক্রবার হামলাটির একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করেছে ভারতের বিমানবাহিনী।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়, ৮ অক্টোবর ভারতের বিমানবাহিনী দিবস পালিত হবে। এ উপলক্ষে প্রোমো ভিডিওটি ছাড়া হয়েছে। এটি প্রকাশ করেন ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভদৌরিয়া।

প্রোমোশনাল ভিডিওটিতে হামলার বিস্তারিত তুলে ধরা হয়েছে। কীভাবে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান উড্ডয়ন করে, কীভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং সেগুলো লক্ষ্যে আঘাত হানছে কি না তা দেখার জন্য রাডার জুম করা- এসব কিছুই ভিডিওতে তুলে ধরা হয়েছে।

তবে ভিডিও প্রকাশের সময় এটি হামলার আসল ভিডিও নয় বলে নিশ্চিত করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান। তিনি বলেন, এটি পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গিদের ঘাঁটিতে বিমান হামলার আসল ভিডিও নয়, এটি প্রতীকী ভিডিও।

প্রকাশিত ভিডিওতে ২৭ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের যুদ্ধবিমানের মধ্যে ডগ-ফাইটের বিষয়টিও কিছুটা তুলে ধরা হয়েছে। ভিডিওটি দেখে ওই হামলা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে সাধারণ মানুষ।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলায় দেশটির ৪০ জন আধা-সামরিক বাহিনীর সদস্য নিহত হয়। এরপর এই হামলার বদলা নিতে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে বিমান হামলা চালায় ভারত।

Bootstrap Image Preview