Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১২ কোটি টাকায় শিক্ষার্থীর কুমারিত্ব কিনলেন এমপি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৯, ০৫:৩৮ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উচ্চশিক্ষার জন্য চাই অর্থ, কিন্তু সেই টাকা যোগাতে ব্যর্থ এক যুবতী। অবশেষে আর কোন উপায়ান্তর না পেয়ে বিক্রির পথে হাঁটলেন। তবে বাড়ির কোনও সম্পদ বা সামগ্রী নয়, বিক্রি করলেন নিজের কুমারিত্ব! আর তার বদলে পেলেন ১২ কোটি টাকা। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে। সেই যুবতীর নাম লিয়া (২৪)।

জানা গেছে, বিপুল টাকা কামানোর তাড়নায় লিয়া অনলাইন একটি এসকর্ট সাইটে নিজের কুমারিত্ব বিক্রি করেছেন, বদলে তিনি পেয়েছেন ১.৩ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি) টাকা। আর তার কুমারিত্ব কিনেছেন এক ব্রিটিশ সংসদ সদস্য।

লিয়ার কথায়, ওই সাইটে তার কুমারিত্ব নিলামে তোলেন তিনি। সেই নিলামেই বিজয়ী হন ওই সাংসদ। তবে, তার সঙ্গে অনেক আগে থেকেই আলাপ ছিল লিয়ার। দু’মাস একসঙ্গে ডেটিংও করেন তারা।

আরও জানা গেছে, ওই দু’মাসে লিয়ার পেছনে অন্তত প্রতি মাসে ১৫ লাখ টাকা খরচ করেছেন ওই ব্রিটিশ সাংসদ। তবে ওই সাংসদের নাম নেননি লিয়া। জানিয়েছেন, নাম তিনি কোনওভাবেই নিতে পারবেন না, তবে তিনি ওই সাংসদকে ‘টনি এম পি’ বলে ডাকেন।

Bootstrap Image Preview