বিয়ের ২০ দিনের মাথায় শ্বশুরবাড়ি এসে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের ইরুকুভাই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি অনুষ্ঠানে যোগ দিতে শ্বশুরবাড়িতে এসেছিল অভিযুক্ত অজিত কুমার। তখনই ১৪ বছরের নাবালিকা শ্যালিকার সঙ্গে ভাব হয় অজিতের। প্রায় রোজই তাকে চকলেট-সহ নানা লোভনীয় জিনিস খাওয়াতেন অজিত। ওই এলাকায় মোবাইলের একটি ছোট দোকানও চালান অজিত।
এদিকে হঠাৎই স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় অজিতের শ্যালিকা ওই নাবালিকা। পুলিশের কাছে নিখোঁজ ডায়রি করা হয় পরিবারের পক্ষ থেকে। ৪ দিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে অজিতের মোবাইলের দোকান থেকে উদ্ধার করা হয় শ্যালিকাকে।
জানা যায়, স্কুল থেকে ওই নাবালিকাকে তুলে এনে নিজের দোকানে বন্দী করে রেখেছিলেন অজিত। ৪ দিন ধরে লাগাতার ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে। এরপরেই গ্রেপ্তার করা হয় অজিতকে।