ভারতে ক্রমাগত গণপিটুনিতে মৃত্যুর ঘটনা, আক্রমণের স্লোগান হিসেবে 'জয় শ্রীরাম'-এর ব্যবহারসহ একাধিক দুঃখজনক ঘটনা নিয়ে উদ্বিগ্ন ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি খোলা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।
সেই ৪৯ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হয়েছে। ভারতে সম্প্রতি মুসলিম বা দলিত সম্প্রদায়ের লোকজনের ওপর গণপিটুনির যে সব ঘটনা ঘটেছে, তার অনেকগুলোতেই আক্রান্তদের জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল।
এই চিঠি পাঠানোর বিষয়ে দুই মাস আগে বিহারের মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সূর্যকান্ত তিওয়ারির কাছে একটি পিটিশন দাখিল করেছিলেন এক আইনজীবী। ওই পিটিশনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম।