ন্যায়বিচার নিশ্চিত করতে না পারার দায়বোধ থেকে আদালত কক্ষে নিজের বুকে গুলি চালিয়েছেন থাইল্যান্ডের এক বিচারক। জানা গেছে, তার দেওয়া এক রায়ে হস্তক্ষেপের অভিযোগে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
শুক্রবার বিকেলে একটি শুনানি শেষে নিজের পিস্তল বের করে বুকে গুলি চালান জ্যেষ্ঠ বিচারক খানাকর্ন পিয়ানছানা। আদালত ভবনের তৃতীয় তলায় এই ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। অপারেশনের পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
থানাকর্নের দাবি, মামলায় রায় নিয়ে জ্যেষ্ঠ বিচারকদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। প্রমাণের অভাবে পাঁচ অভিযুক্তকে খালাস দিতে চেয়েছিলেন খানাকর্ন। তবে জ্যেষ্ঠ বিচারকেরা তাকে তিন অভিযুক্তকে মৃত্যুদণ্ড ও বাকি দুই জনকে কারাদণ্ড দিতে চাপ দেয় বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।
লেখা হয়েছে, ‘এই মুহূর্তে অন্যান্য অধস্তন বিচারকদের সঙ্গেও একই আচরণ করা হচ্ছে যেমনটি আমার সঙ্গে হয়েছে। আমি (যদি) আমার শপথ না রাখতে পারি, তাহলে সম্মান ছাড়া বাঁচার চেয়ে আমি মরে যাবো’।