Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৭ বছর ধরে ভাগ্নিকে মামার ধর্ষণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ১২:১৫ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৯, ১২:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দিন দিন বর্বতার কালো অন্ধকারে ড়ুবে যাচ্ছে সমাজ! সাত বছর ধরে দিনের পর দিন নাবালিকা ভাগ্নিকে ধর্ষণ করতেন আপন মামা। 

এ ঘটনায় অভিযুক্ত মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের মগরাহাট থানা এলাকা এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের কাছেই থাকত মেয়েটি। দোষী ব্যক্তি ওই মহিলার ভাই। তার মা যখন বাড়িতে না থাকত সেই সুযোগে দিনের পর দিন বাড়িতে এসে মেয়েটিকে ধর্ষণ করত ওই ব্যক্তি।

তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে মেয়েটির মা জানিয়েছেন, মেয়ে বহু বার তাকে ঘটনাটি জানালেও তিনি লোকলজ্জার ভয়ে বারবার তা এড়িয়ে যেতেন। শেষে কিশোরী আচমকা অসুস্থ হয়ে পড়ে। তখনই পুরো ঘটনা জানাজানি হয়। এর পরেই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পরে মা মেয়েটিকে নিজের কাছে রাখতে রাজি হননি। এই পরিস্থিতিতে আদালতের অনুমতি নিয়ে কিশোরীকে হোমে পাঠায় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এখন হোমেই পড়াশোনা করছে মেয়েটি।

Bootstrap Image Preview