Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্ধারিত সময়ে শুরু হবে বিপিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ০৪:৩২ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৯, ০৪:৩২ PM

bdmorning Image Preview


নির্ধারিত সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল। এমনটাই জানিয়েছেন  বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস।

শুধু তাই নয়, এবারের বিপিএলেও প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একাদশে ৪ জন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলো যে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করেছে, তাঁরা আগ্রহী থাকলে বঙ্গবন্ধু বিপিএলেও খেলতে পারবেন।

এই জালাল ইউনুস জানিয়েছেন,‘ফরম্যাট আগে যেমন ছিলো প্রায় একই থাকবে। চারজন বিদেশি খেলোয়াড় যেটা আগে ছিলো, ৪ জনই থাকছে। ফ্র্যাঞ্চাইজি যদি আগে কোনো খেলোয়াড়ের সঙ্গে যদি চুক্তি করে থাকে, আর তারা যদি ফ্রি থাকে তাহলে আমরা তাদেরকে অফার করতে পারি যে তারা অংশগ্রহণ করবে কিনা।’

উল্লেখ্য,চলতি বছরের ডিসেম্বরের ৬ তারিখে মাঠে গড়াবে বিপিএল। 

Bootstrap Image Preview