Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইউরোপে ২০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ১১:৪০ AM

bdmorning Image Preview


২০ হাজার মার্কিন সেনাকে ইউরোপে পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপে অনুষ্ঠেয় একটি বিশাল সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য এই সেনাদের পাঠানো হবে। সোমবার মার্কিন সেনা কমান্ড এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

মার্কিন সেনা কমান্ডের বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।

মার্কিন সেনা কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ইউরোপে ২০ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এসব সেনা ২০২০ সালের এপ্রিল ও মে মাসে ইউরোপে অনুষ্ঠেয় 'ইউরোপিয়ান ডিফেন্ডার' নামক বিশাল মহড়ায় অংশ নেবে।

গত ২৫ বছরে ইউরোপ মহাদেশে একসঙ্গে এত বেশি সেনা আর পাঠায়নি যুক্তরাষ্ট্র। 

এদিকে, মার্কিন সেনাবাহিনী ইউরোপীয় কমান্ড এক বিবৃতিতে বলেছে, আগামী বছরের গোড়ার দিকে অনুষ্ঠেয় ওই মহড়ায় ২০ হাজার মার্কিন সেনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর আরো ৩৭ হাজার সেনা অংশগ্রহণ করবে।

জানা গেছে, জার্মানি ও পোল্যান্ড যৌথভাবে ওই মহড়ার আয়োজন করবে

Bootstrap Image Preview