Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেনাদের এতদিন লক্ষ্যহীন যুদ্ধে জড়িয়ে রাখা হয়েছিল: ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, মার্কিন সেনাদেরকে এতদিন একটি লক্ষ্যহীন যুদ্ধে জড়িয়ে রাখা হয়েছিল। তিনি সোমবার এক টুইট বার্তায় লিখেছেন, কথা ছিল মার্কিন সেনারা সিরিয়ায় মাত্র ৩০ দিন অবস্থান করবে।

তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলের ওই সেনা মোতায়েনের কথা উল্লেখ করে বলেন, কিন্তু পরবর্তীতে যে যুদ্ধে আমেরিকার কোনও লক্ষ্য নেই তাতে মার্কিন সেনাদেরকে আরও বেশি জড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরও লিখেছেন, মধ্যপ্রাচ্যের লক্ষ্যহীন ও হাস্যকর যুদ্ধগুলো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসার সময় এসেছে।

এর আগে ট্রাম্প সোমবারই তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং এরপর হোয়াইট হাউজ ঘোষণা করে, উত্তর সিরিয়া থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হচ্ছে।

মার্কিন সরকারের এ সিদ্ধান্তকে উত্তর সিরিয়ায় অবস্থানরত কুর্দি ‘ওয়াইপিজি’ গেরিলারা ‘পেছন থেকে ছুরি মারা’ বলে অভিহিত করেছে। কারণ যুক্তরাষ্ট্র এতদিন যেকোনো বিপদ থেকে এসব বিদ্রোহীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্যে এক সময় এসব বিদ্রোহীকে দামেস্কের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল ওয়াশিংটন।

Bootstrap Image Preview