Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবরারের হত্যাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বললো বুয়েট প্রশাসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৯, ০৪:৫৫ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৯, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


বুয়েট’র শিক্ষার্থী আবরার ফাহাদের ‘হত্যাকে মৃত্য’ বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার আবরার হত্যায় বুয়েটের পক্ষ থেকে জিডি করা হয়েছে উল্লেখ এক বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার রাতে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে আবাসিক ছাত্র আবরার ফাহাদের অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় চকবাজার থানায় জিডি করা হয়েছে। জিডির ধারাবাহিকতায় পুলিশ প্রশাসন ইতোমধ্যে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে।’

এদিকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত দায়সারা শব্দচয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা একে মোবাইল হারিয়ে যাওয়ার জিডির সাথে তুলনা করা হয়েছে বলে মনে করে।

বুয়েট প্রশাসনকে উপহাস করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘মোবাইল হারাইছে রে! প্রশাসন জিডি করেছে। মামলাও নয়।’

এর আগে আবরার হত্যার বিচার দাবিতে সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। হামলায় এখন পর্যন্ত নয় জনতে আটক করেছে পুলিশ। আটকৃতরা ছাত্রলীগের পদধারী নেতাকর্মী।

Bootstrap Image Preview