Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিনামূল্যে ১০ হাজার হিজাব বিতরণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview


মালয়েশিয়ার একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উদ্বোধন উপলক্ষে মুসলিম নারীদের মাঝে বিনামূল্যে দশ হাজার হিজাব বিতরণের উদ্যোগ নিয়েছে। এই পোশাক উপৎপাদনকারী প্রতিষ্ঠানটি বিশেষায়িত স্কার্ফ ও হিজাব উৎপাদনের লক্ষে প্রতিষ্ঠিতি। খবর মালয় মেইল।

ইফফা হিজাব (Iffah Hijab) নামের ওই কোম্পানি ১৪ অক্টোবর থেকে বিশেষ ধরনের স্কার্ফ ও হিজাব বাজারে ছাড়বে। তাই কোম্পানির প্রচারের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এই স্কার্ফগুলো হালকা নীল থেকে শুরু করে গোলাপিসহ বিভিন্ন রংয়ের হবে। উন্নতমানের সিল্ক দিয়ে তৈরি এসব স্কার্ফ আলোর নিচে খুব উজ্জ্বল দেখাবে। আর দিনের আলোতে এটা রোদের প্রখরতা কমাতে সাহায্য করবে। ফলে হিজাব ব্যবহারকারীর চেহারা থাকবে কোমল। গরমে হিজাব পরিধানকারীর চামড়া জ্বালা করবে না এবং চুল থাকবে জটমুক্ত।

সম্পূর্ণ স্বাস্থ্যবান্ধব এসব হিজাব বানানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাঁটি ও উজ্জ্বল রেশম সুতা আমদানি করেছে কোম্পানিটি। খুব অল্পদামে ভিন্ন ধরনের নকশাসমৃদ্ধ সব বয়সীদের জন্য উপযোগী স্কার্ফগুলো বাজারে ছাড়া হবে।

Bootstrap Image Preview