Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই কলেজের ওয়েবসাইট হ্যাক করে আবরার হত্যার বিচার দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ১০:৫৩ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৯, ১০:৫৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজের ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত প্রায় সাড়ে ১০টায় থেকে তিতুমীর কলেজের ওয়েবসাইটে ‘www.titumircollege.gov.bd’ প্রবেশের চেষ্টা করলে দেখা যায় নিহত আবররের ছবি দিয়ে বিচারের দাবি করছে ‘B I B E K’ নামে হ্যাকার গোষ্ঠী। এছাড়াও সেখানে লেখা রয়েছে ‘আমরা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চাই না’। সেখানে কিছু অশালীন শব্দও ব্যবহার করে হ্যাকার গোষ্ঠী।

অপরদিকে বুধবার সন্ধ্যার পর থেকে একই ছবি দেখা যায় বাঙলা কলেজের ওয়েবসাইটটিতে। ‘www.sarkaribanglacollege.gov.bd’ ওয়েবসাইট ঘুরে একই ছবি ও লেখা দেখতে পাওয়া যায়।

Bootstrap Image Preview