Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভক্তদের মাথায় পা দিয়ে আশীর্বাদ, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ০৭:১০ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৯, ০৭:১০ PM

bdmorning Image Preview


বিজয়া দশমীর দিনে ভক্তদের মাথায়-পিঠে পা দিয়ে আশীর্বাদ করছেন একজন পুরোহিত। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটি ভারতের ওড়িশার খুরদা অঞ্চলে বিজয়া দশমীর দিনে তোলা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকটি গাড়ির সামনে বসে সারি হয়ে বসে আছেন কিছু লোকজন। লাল ধুতি পরিহিত এক পুরোহিত গিয়ে দাঁড়াচ্ছেন বসে থাকা ওইসব লোকদের সামনে। তারপর নিজের পা তুলে দিচ্ছেন তাদের মাথায়। এরপর তাদের ঘাড়ে একটি হালকা লাথি দিয়ে দিচ্ছেন নিজের আশীর্বাদ।

এ সময় তাদের মধ্যে একটি কিশোরও ছিল। পুরোহিত তার মাথা ও ঘাড়ে পা দিয়ে আশীর্বাদ করে চলে যাওয়ার পর তাকে মাথা ও ঘাড় থেকে ধূলা ঝাড়তে দেখা যায়।

তবে পা দিয়ে আশীর্বাদ করা ওই পুরোহিত এর মধ্যে দোষের কিছু দেখছেন না। তিনি এটাকে ‘ফিট অন হেড ব্লেসিং’ বলে অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এটা একটি প্রাচীন প্রথা। ভক্তরা নিজেদের মাথায় পা ছুঁইয়ে পাপ থেকে মুক্ত হন। এতে অপমানের কোনো বিষয় নেই।

Bootstrap Image Preview