Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিজ্ঞপ্তি জারি করল বুয়েট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৯, ০৬:২৮ PM

bdmorning Image Preview


আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনৈতিক সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।

আগামী ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবি মেনে না নিলে সেই পরীক্ষা আন্দোলনকারী শিক্ষার্থীরা বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিল গতকাল। এর পরিপ্রেক্ষিতে বুয়েট কর্তৃপক্ষ এ নোটিশ প্রদান করেছে।

শিক্ষার্থীদের প্রথম দাবি ছিল-আবরার ফাহাদ হত্যায় গ্রেফতার সবাইকে সাময়িক এবং অভিযোগপত্রে যাদের নাম আসবে তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মর্মে নোটিশ দেবে।

Bootstrap Image Preview