ছাত্রদলের দুই গ্রুপের মারামারির মাঝে সনি যখন মারা গেলো তখন কারা প্রতিবাদ করেছিল। কোথায় ছিলেন অ্যালামনাইয়ের সদস্যরা। বুয়েটের যারা অ্যালামনাই তারাতো তখন মাঠেই নামতে পারেনি। বিচার চায়নি।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই কথা বলতে পারে। সবাই কথা বলার অধিকার পায়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ অক্টোবর) রাজধানীতে মহিলা শ্রমিক লীগের দ্বিতীয় সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
বুয়েটের ঘটনার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অপরাধীরা কোন দল করে সেটা বড় নয়, খুনিকে আমরা খুনি হিসেব দেখি। বুয়েটের ঘটনায়, আমি আন্দোলনের জন্য অপেক্ষা করিনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশনা দিয়েছি।
ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করতে বলেছি। ভিডিও ফুটেজ নিতে গিয়ে বাধার সম্মুখীন হয় পুলিশ। ১০ দফা ৫ দফায় নামিয়ে আনার পরও তারা কেনো আন্দোলন করবে বুঝতে পারছি না।
আসামিদের পালিয়ে যাবারই সুযোগ করে দিলো কিনা জানি না। আন্দোলন যারা করলো তারাই ভালো বলতে পারবে। কোন অন্যায় সহ্য করিনি, করবো না। শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।