ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জীবন রক্ষার্থে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন তার মা।
সম্রাটের মা সায়েরা খাতুন চৌধুরী শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি জানান। তিনি সম্রাটের চিকিৎসা ও মুক্তির দাবিতে রবিবার সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সকাল ১১ টায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র্যাব। পরে, রাজধানীর কাকরাইলে সম্রাটের কার্যালয় থেকে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, দুইটি ইলেকট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙারুর চামড়া উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, নির্যাতনের মাধ্যমে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।