Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে  নিয়মে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড সেই নিয়ম বাদ দিয়ে দিলো আইসিসি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ০৬:৩৬ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৯, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ৫০ ওভার ও সুপার ওভার টাই হবার পরও ম্যাচে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে এগিয়ে থাকার সুবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো স্বাগতিক ইংল্যান্ড। এতে বির্তকিত হয় বিশ্বকাপ ফাইনালটি। 

তাই ‘ম্যাচে বাউন্ডারি-ওভার বাউন্ডারি বেশি থাকলেই জয়ী হবে দল’- এমন নিয়ম বাদ-ই দিয়ে দিলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অর্থাৎ, সুপার ওভার টাই হবার পরও কোন দল ম্যাচে বেশি বাউন্ডারি-ওভার বাউন্ডারি থাকলেই ঐ দলকে জয়ী করা হবে না।

এক্ষেত্রে আইসিসি নতুন নিয়ম হচ্ছে, আইসিসির কোন টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে সুপারওভার টাই হলে আবারো সুপার ওভারে খেলা হবে। সেখানেও টাই হলে, আবারো সুপার হবে। এভাবে যদি প্রতি সুপার ওভারে টাই হয়, তবে সুপার ওভার চলতেই থাকবে। শেষ পর্যন্ত সুপার ওভারে যে দল জিততে পারবে তারাই ম্যাচে জয়ী হবে।

সোমবার দুবাইয়ে আইসিসির সভায় এমন সিদ্বান্ত নেয়া হয়। এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশ মেনে সুপার ওভার রেখে দেওয়া হচ্ছে। তবে সুপার ওভারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আইসিসির কোন টুর্নামেন্টে গ্রুপ পর্বে কোন ম্যাচ টাই হলে পয়েন্ট ভাগাভাগি করবে দলগুলো। তবে সেমিফাইনাল বা ফাইনালে সুপার ওভার টাই হলে আবার সুপার ওভার হবে। এভাবে চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত ম্যাচটির ফল নির্ধারিত হয়।’

Bootstrap Image Preview