Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোদিকে ‘আত্মঘাতী হামলা’র হুমকি দিলেন পাক গায়িকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ০৯:১৪ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৯, ০৯:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদা। সম্প্রতি এক টুইটে এ ঘোষণা দেন পাক এ গায়িকা। তিনি মোদিকে হিটলার বলেও আক্রমণ করেন। 

এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার বলা হয়, নিজের পোশাকের ওপর ভারি বিস্ফোরক লাগিয়ে টুইটারে আত্মঘাতী হামলাকারীর স্টাইলে পোজ দিয়ে পিরজাদা ছবির ক্যাপশনে লেখেন ‘মোদি হিটলার আই জাস্ট হু’। তার ওই ছবির ক্যাপশনেই এটা পরিষ্কার যে, তিনি মোদির ওপরে আত্মঘাতী হামলার ইঙ্গিত দিচ্ছেন।

টুইটে নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও সম্বোধন করেছেন পিরজাদা। পপ গায়িকা রাবি পিরজাদার এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে তার টুইট শেয়ারও করেছেন। অনেকে আবার সমালোচনাও করেছেন।

এর আগে ৩৭০ ধারা বিলোপের পর একটি টুইট করেছিলেন পিরজাদা। সেই টুইটের ভিডিওতে অনেক সাপ ও কুমিরের সঙ্গে দেখা যায় পিরজাদাকে। ভিডিওতে পিরজাদা মোদির গায়ে সাপগুলো ছেড়ে দিয়ে রীতিমতো খুনের হুমকি দিয়েছিলেন।

Bootstrap Image Preview