ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান। এসময় বিমানটিতে সবমিলিয়ে ৬০ জন আরোহী ছিলেন বলে জানা যায়।
এর আগে বিমানটি ১০টা ২১ মিনিট নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়। কিন্তু উড্ডয়নের অল্প সময় পরেই এতে হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে বিমানটি আবারও ঢাকায় ফিরে আসে।
বৃহস্পতিবার বেলা ১১টা ১১ মিনিটে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানের সব আরোহীকে নিরাপদে নামিয়ে আনা হয়। তারা সবাই সুস্থ আছেন।
তবে এই ফ্লাইটের যাত্রীরা কখন ও কীভাবে সৈয়দপুরের যাবেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।