Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোলার ঘটনার ফুটেজে চেনা মুখ মিলছে : ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ০২:১৫ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ০২:১৫ PM

bdmorning Image Preview


ভোলার বোরহানউদ্দিনে এক হিন্দু যুবকের ফেইসবুক হ্যাকড হওয়ার পর ধর্ম অবমাননার অভিযোগ তুলে সহিংসতার যে ভিডিও ফুটেজ পাওয়া গেছে, সেখানে ‘কিছু কিছু চেনা মুখ’ এসেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যাদের শনাক্ত করা হয়েছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভোলার সংঘর্ষ এবং হিন্দু সম্প্রদায়ের মন্দির-বাড়িতে হামলার পিছনের শিবির ও ছাত্রদলকর্মীদের জড়িত থাকার যে খবর কয়েকটি পত্রিকায় এসেছে, সে বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা।

উত্তরে তিনি বলেন, “ভিডিও ফুটেজ কিছু কিছু চেনা মুখ, এদের ছবি এসেছে এবং সেটা আরও ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।”

ভিডিও ফুটেজ থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “সবকিছু শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে।”

‘ভোলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখানে প্রকৃত ঘটনা অনুসন্ধানে বিভিন্ন পর্যায়ের তদন্ত চলছে এবং সঠিকভাবে তদন্ত সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

ফেসবুকে গুজব রটানো প্রসঙ্গে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে এ বিষয়টির একটা সুরাহা করা দরকার। অন্যান্য দেশেও এ সমস্যাটি হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও মাঝেমধ্যে এ ধরনের সমস্যা হয়। আমাদের আইসিটি বিভাগ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

এদিকে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন কার্যকর করার পর নতুন বিধি যোগ করা হলেও শাস্তির মতো বিষয়ে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিধি তো মূল আইনের সংশোধনী নয়। বিধি তো হবেই আইন থাকলে। বিধিতে আইনের মূল বিষয় যেগুলো যেমন শাস্তির বিষয়, দণ্ডের বিষয় এগুলো যেভাবে ছিল সেভাবেই থাকবে।

Bootstrap Image Preview