Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপির অবস্থা আরও খারাপ হবে: নাসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ০৫:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির অবস্থা আরও খারাপ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, নুসরাত হত্যাকাণ্ডের ছয় মাসের মধ্যে বিচার হয়েছে। সারা দেশবাসী রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এ রায়েও নাকি খুদ আছে। কোনো কিছুতেই তাদের সন্তুষ্টি নেই। তারা চেয়েছিল এ রায় যেন বিলম্বিত হয়। নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির আজ এই অবস্থা। তাদের অবস্থা আরও খারাপ হবে।

১৪ দলের এই মুখপাত্র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লড়াই-সংগ্রামের ফলেই আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার যত বেশি সফল হয়েছিল, ততই ষড়যন্ত্রের শিকার হয়েছে। সমগ্র জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন বাকশালের মাধ্যমে।

বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতাকেও সেসময় হত্যা করা হয়েছিল। এক সময় খুনিদের টার্গেট ছিল জাতির পিতা বঙ্গবন্ধু, আর আজকে শেখ হাসিনাই তাদের একমাত্র টার্গেট। তাই তাই উৎফুল্ল হওয়ার কিছু নাই, সবাইকে সাবধান থাকতে হবে।

বর্তমান সরকারের উন্নয়ন প্রসঙ্গে নাসিম বলেন, বঙ্গবন্ধুকে আমরা দুঃখজনকভাবে হারালেও তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার নেতৃত্বে এই সরকারের আমলে অনেক উন্নতি হচ্ছে। এছাড়া দেশকে দুর্নীতিমুক্ত করতে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন। দেশবাসী উনার এই পদক্ষেপের প্রশংসা করছেন। তিনি সন্ত্রাস- জঙ্গিবাদ নিমূলে করেছেন। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে উন্নিত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি পতিআ আ ম স আরেফিন সিদ্দিকর সভাত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আবদুল জলিল ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার প্রমুখ।

Bootstrap Image Preview