Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘কিয়ার’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯, ১০:৪৪ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৯, ১০:৪৪ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের পানাজি থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে আরব সাগরে একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এর জেরে প্রবল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 

গোয়া আবহাওয়া অফিসের তরফ থেকে এ তথ্য জানা হয়েছে। এই নিম্নচাপের অভিমুখ উত্তর পূর্ব দিকে।

আরব সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়ের নাম দেয়া হয়েছে ‘কিয়ার’।

আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপটি মহারাষ্ট্রের রত্নগিরি থেকে ২৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

গভীর নিম্নচাপটি ২৪ ঘণ্টার মধ্যে ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পরের ১২ ঘণ্টার মধ্যে রূপ নেবে ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বা অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের।

 

Bootstrap Image Preview