রাজধানীর ধানমন্ডিতে একটি ১২ তলা আবাসিক ভবনের ৩য় তলায় আগুন প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আগুনের ধোঁয়ায় নিহত হয়েছেন ১ জন, আহত হয়েছেন ২ জন। তবে তাৎক্ষণিক কারও নাম পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল জানান, শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ধানমন্ডি ৬/এ এলাকায় ঈদগাহ মাঠের পাশের ১২ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ১০টা ১০মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, অগ্নিকাণ্ডে দুজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট ধোয়ায় আহত এক নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।