দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। তারা যদি মনে করে আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করবে, তো করুক, এজন্য আপত্তি নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফেনী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দুই বছর হয়ে গেছে খালেদা জিয়া কারাগারে, বিএনপি তাঁর মুক্তির জন্য চোখেপড়ার মতো কোনও আন্দোলন করতে পারেনি। তারা আন্দোলন করে তাদের নেত্রীকে কারামুক্ত করতে পারলে করুক, আমার আপত্তি নেই। তারা আন্দোলন করতে পারে না।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যতটা না উদ্বিগ্ন, তারা চেয়ে এ অসুস্থতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই বেশি তৎপর। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। এটা নিয়ে তাদের দুরভিসন্ধি রয়েছে। তারা আন্দোলনের নামে হাক-ডাক দিচ্ছে।’
খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তাঁর অসুস্থতা নিয়ে যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারভেশন তেমন নয় বলেও দাবি করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
মন্ত্রী বলেন, ‘দুনিয়ার ইতিহাসে কোনো দেশে দলীয় সরকার তাদের দলের বিরুদ্ধে এ ধরনের শুদ্ধি অভিযান পরিচালনা করেছে বলে আমার জানা নেই। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা নিজের দলের নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল হয়ে রইবে।’
মন্ত্রী বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেই দুর্নীতি করুক, এটা সরকারের নজরে আছে, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। দুদক আওয়ামী লীগের অনেক সংসদ সদস্যের দুর্নীতি তদন্ত করছে।
নুসরাত জাহান রাফি হত্যার রায় প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এই রায় প্রমাণ করে স্বাধীন বিচার ব্যবস্থায় বর্তমান সরকার হস্তক্ষেপ করে না। প্রধানমন্ত্রী এ মামলার ব্যাপারে কঠোর অবস্থানে ছিলেন। মামলায় দোষী সাব্যস্ত ১৬ জনের সবার ফাঁসির আদেশ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের স্থানীয় এক সভাপতিও আছেন। এ থেকে প্রমাণ হয় অপরাধী যে-ই হোক তার ছাড় নেই।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ মন্ত্রাণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আলাউদ্দিন চৌধুরী নাসিম, জেলা কমিটির সভাপতি আবদুর রহমান বিকম, ফেনীর পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা কমিটির নেতা শেখ আবদুল্লাহ, নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।