Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডেলিভারি বয় মুসলিম, তাই খাবার নিলেন না ভারতীয় যুবক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ০৭:৪৮ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৯, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


কিছুদিন আগেই ভারতে মুসলিম ডেলিভারি বয়ের খাবার গ্রহণ না করার অভিযোগ ওঠে ‘জোমাটো’র এক ক্রেতার বিরুদ্ধে। এবার সেই একই ঘটনা সুইগি-তে। ডেলিভারি বয় মুসলিম, তাই তাঁর থেকে খাবার নেওয়া যাবে না- বলে অর্ডার ফিরিয়ে দিল ভারতের হায়দরাবাদের এক হিন্দু ব্যক্তি।

সোমবার (২১ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটেছে। বুধবার এই শালিবান্দা ধানায় এরকম একটি অভিযোগ দায়ের করেন ওই মুদাসির ওমর নামে ওই ডেলিভারি বয়। পুলিশ জানিয়েছে, ওই আভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও সুইগি-র তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যাবনি।

জানা গেছে, হায়দরাবাদে আলিয়াবাদের বাসিন্দা অজয় কুমার সুইগিতে অর্ডার দেন। তিনি ফলকনুমার এক রেস্তোরাঁ থেকে চিকেন-৬৫ অর্ডার করেছিলেন। ডেলিভারি ইনস্ট্রাকশনে তিনি লিখেছিলেন, ‘‌কম মশালাদার খাবার পাঠান, আর হিন্দু ডেলিভারি বয় পাঠাবেন। তার উপর ভিত্তি করেই সব রেটিং দেওয়া হবে।’‌

যদিও সুইগি ডেলিভারি বয় মহম্মদ মুদাসির সুলেমানকে খাবার নিয়ে অজয়ের কাছেই যেতে বলা হয়। খাবার নিয়ে তিনি গেলে অজয় সেই খাবার নিতে অস্বীকার করেন এবং তাঁকে ফেরত পাঠিয়ে দেন। সুলেমান বলেন, ‘‌ব্যক্তির ধর্ম কী তা নিয়ে কখনও সুইগি মাথা ঘামায় নি। ফলকনুমায় খুব কম সংখ্যকই হিন্দু ডেলিভারি বয় র‌য়েছে।’

ওই ডেলিভারি বয় বলেন, ‘আমার নাম শুনেই রেগে যান গ্রাহক। অর্ডার বাতিল করে দেন তিনি এবং আমার ওপর চেঁচিয়ে বলতে থাকেন যে সুইগি তাঁর পছন্দকে সম্মান জানায়নি। ওই গ্রাহক এরপর কাস্টামার কেয়ারে ফোন করে এক্সিকিউটিভের সঙ্গে উত্তপ্ত কথোপকথন শুরু করেন এবং অ্যাপ মুছে দেবেন বলে হুমকি দিয়ে ফোন কেটে দেন।’‌

Bootstrap Image Preview