Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাহাঙ্গীরনগর-ঢাবি-মেডিকেলের পর এবার বুয়েটেও উত্তীর্ণ শীলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


ফারজানা আক্তার শীলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়ও সুযোগ পেয়েছে।

ফারজানার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর। ফারজানা দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শামছুল হকের (প্রধান শিক্ষক) দ্বিতীয় কন্যা। সে জীবনের প্রতিটি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

আজ রবিবার (২৭ অক্টোবর) বিকেলে ফারজানা জানান, বুয়েটে চান্স পাওয়া আমার সুপ্ত ইচ্ছা ছিল। আল্লাহ আমার সেই আশা পূরণ করেছেন। সেরা প্রকৌশলী হয়ে আমি দেশের জন্য কাজ করতে চাই। সকলেই দোয়া করবেন আমার জন্য।

ফারজানা স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অন্য কাউকে বন্ধু না বানিয়ে পাঠ্যবইকে বন্ধু বানানো উচিত। ২৪ ঘণ্টায় সারাদিন পড়ার প্রয়োজন নেই, মাত্র ৬ ঘণ্টা পড়াশোনা কর। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করে নৈতিক শিক্ষায় মনোনিবেশ করলে তুমি সফলকাম হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview