Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আবরার হত্যা মামলা: সেতু নামে আরেক শিক্ষার্থী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ১০:৫৫ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৯, ১০:৫৫ AM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসএম মাহমুদ সেতু নামে আরো এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। রোববার বিকেলে বুয়েট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, আবরার হত্যা মামলার এজাহারে সেতুর নাম নেই। তবে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেওয়া অন্য আসামিদের বক্তব্যে সেতুর নাম উঠেছে। সে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার সময় শেরেবাংলা হলের ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত থেকে ১৯ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

আবরার হত্যায় তার বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে আবরার নিহত হয়। বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

Bootstrap Image Preview