Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ে করতে বলায় কলেজছাত্রীকে বেধড়ক পিটুনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ০৫:৩৮ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দিনাজপুরের বিরামপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং মারধরের অভিযোগে মাসুম রানা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

নির্যাতিতা ছাত্রীর মামলা দায়েরের পর সোমবার ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, অভিযুক্তদের মধ্যে আদর্শপাড়া থেকে ধর্ষণে সহায়তাকারী মাসুম রানাকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে সোমবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরার জোর প্রচেষ্টা চলছে।

মামলা সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার শৈলান গ্রামের আবু বক্করের ছেলে আতাউর রহমান সাদ্দাম (২৫) মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই উপজেলার পিতৃহীন এক কলেজছাত্রীর সাথে। বিয়ের প্রলোভন দেখিয়ে ৪ দিন আগে ওই ছাত্রীকে কৌশলে তার ভাগ্নের বিরামপুরের আদর্শ পাড়ায় নিয়ে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে সাদ্দাম।

এরপর বিয়ের দাবিতে গত রোববার সাদ্দামের বাড়ি গিয়ে অবস্থান নেয় মেয়েটি। এ সময় সাদ্দামের প্রথম স্ত্রী, পিতা-মাতা মিলে বেধড়ক পিটুনি দিয়ে তাড়িয়ে দেয় কলেজছাত্রীকে। এ ব্যাপারে রোববার বিরামপুর থানায় মামলা দায়ের করেছে সে।

 

Bootstrap Image Preview