Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরোধ মেটেনি দু’গ্রুপের, আগামী ইজতেমাও দুই পর্বে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


২০২০ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা। তাবলীগের দুই গ্রুপের বিরোধ না মেটায় আগামী ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে। ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্বে মাওলানা জুবায়েরপন্থীদের এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। 

সোমবার (২৮ অক্টোবর) সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলীগের দুইপক্ষের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে ইজতেমার বিষয় চূড়ান্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) আবু বকর ছিদ্দীক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তাবলীগের দুইপক্ষের নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী জানুয়ারি মাসে আলাদাভাবে উভয়পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।’

Bootstrap Image Preview