Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যা: উচ্চ আদালতে যাচ্চে আসামীদের ডেথ রেফারেন্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ১০:২৩ AM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview


ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় দণ্ডিত ১৬ আসামির ডেথ রেফারেন্স মঙ্গলবার উচ্চ আদালতে যাচ্ছে। রোববার রাতে ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ জানান, নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। ওই রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে মঙ্গলবার হাইকোর্টে পাঠানো হবে।

দণ্ডবিধির ৩৭৪ ধারা মোতাবেক দায়রা জজ আদালতের মৃত্যুদণ্ডের রায় হাইকোর্ট বিভাগে অনুমোদিত না হওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না।

এদিকে ফেনী জেলা কারাগারে প্রয়োজনীয় কনডেম সেল না থাকায় দণ্ডিত ১৬ আসামিকে অন্যত্র স্থানান্তরের আবেদন করেছে কারা কর্তৃপক্ষ।

ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. রফিকুল কাদির জানান, ফেনী জেলা কারাগারে ৮টি কনডেম সেল রয়েছে। কারাবিধি মোতাবেক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের পৃথক সেলে রাখতে হয়। কিন্তু ফেনী জেলা কারাগারে ফাঁসির মঞ্চ না থাকায় এখানে প্রয়োজনীয় সংখ্যক কনডেম তৈরি করা হয়নি।

তিনি জানান, ১৬ জন আসামিকে আমরা অন্য আসামিদের সাথে রেখেছি। যার কারণে কারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আলোচিত এ মামলার রায়ের কপি হাতে পেলে এসব ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেল যুক্ত কারাগারে স্থানান্তর করার জন্য কারা মহাপরিদর্শকের কাছে আবেদন করা হবে।

গত ২৪ অক্টোবর আলোচিত নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ফাঁসি ও ১ লাখ টাকা অর্থদণ্ড ঘোষণা করে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক মো. মামুনুর রশিদ।

Bootstrap Image Preview