Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুয়ায় পড়া শিশু উদ্ধারের লাইভ টিভিতে দেখতে ব্যস্ত বাবা-মা, গামলায় ডুবে মরল মেয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ০৭:১০ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ০৭:১১ PM

bdmorning Image Preview


কুয়ায় আটকে পড়া দুই বছরের এক শিশুকে উদ্ধারের খবর দেখাতে ব্যস্ত ছিলেন এক দম্পতি। এমন সময় ঘরের ভেতরে ঘটে যায় মর্মান্তিক এক ঘটনা। গামলায় ডুবে মারা যায় তাদের তিন বছরের শিশু।

এনডিটিভি জানায়, তামিলনাড়ুর তুতিকোরিন জেলার থ্রেসপুরম গ্রামে এই ঘটনা ঘটে। ওই বাবা-মা রাজ্যের তিরুচিরাপল্লিতে এক কুয়ায় আটকে পড়া দুই বছর বয়সী সুজিত উইলসনকে উদ্ধারের সরাসরি সম্প্রচার দেখছিলেন টিভিতে।

সুজিতকে বাঁচানোর প্রচেষ্টা দেখতে গিয়ে এতটাই টিভি স্ক্রিনের দিকে এতটাই মনোযোগী হয়ে পড়েছিলেন যে, নিজ সন্তানের কথাই ভুলে যান তারা। এদিকে তিন বছরের শিশুকন্যা বড় একটি গামলার পানিতে খেলতে শুরু করেছিল।

যখন টের পেলেন আশপাশে মেয়ে রেবতী সঞ্জনাকে দেখছেন না, তখন খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে গিয়ে দেখেন, গামলার পানিতে ভাসছে রেবতীর নিথর দেহ। 

স্থানীয় পুলিশ এই ঘটনা নিশ্চিত করে জানায়, মেয়েকে পানি থেকে তুলে অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি তারা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার দিকে খেলতে খেলতে একটি কুয়ায় পড়ে যায় তিরুচিরাপল্লির সুজিত উইলসন। চার দিন পর সোমবার রাতে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনা গোটা দেশকেই আলোড়িত করে।

Bootstrap Image Preview