Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এফডিসিতে বিয়ে করলেন অধরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview


বিয়ে করেছেন চিত্রনায়িকা অধরা খান। পাত্র জিয়াউল রোশান। এফডিসিতে জাঁকজমকভাবে সাজানো হয়েছিলো তাদের বিয়ের আসর। এর আগে তিনটি ছবিতে অভিনয় করলেও কোন ছবিতে বউ সাজা হয়নি নায়িকার। এবারই প্রথম বউ সাজলেন তিনি।

প্রথমবার বউ সাজার আনন্দটা বেশ ভালোই উপভোগ করলেন অধরা। সেটের সবাই নায়িকার বধূ লুকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

বাস্তব জীবনে কবে বধূ সাজে হাজির হবেন প্রশ্নের জবাবে নায়িকা শুধুই হাসলেন। তিনি বললেন, ‘সময় হোক। ক্যারিয়ার তো মাত্র শুরু করলাম। বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না। বিষয়টি পরিবারের হাতেই ছেড়ে দিয়েছি।‘

সম্প্রতি এফডিসিতে অপূর্ব রানা পরিচালিত ‘উন্মাদ’ ছবির শুটিং হয়েছে। সেখানে জাঁকজমকভাবে সেট নির্মাণ করে টানা ৫ দিন দৃশ্যধারণ করা হয়। আর এই লটেই নায়িকা অধরা খানের বিয়ের শুটিং হয়ে গেল।

জানা গেছে, উন্মাদ'র দ্বিতীয় লটের শুটিং মাস খানেক পরে শুরু হবে।

Bootstrap Image Preview