Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও ভারতকে ধন্যবাদ দিলেন গাঙ্গুলী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview


বায়ু দূষনের মধ্যেই দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হয়। কিন্তু এ ম্যাচ নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিলো না। ম্যাচের আগে মুখে মাস্ক পরে অনুশীলণও করে দু’দলের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ম্যাচটি ভালোভাবে সম্পন্ন হয় এবং প্রথম টি-২০তে ৭ উইকেটের দুর্দান্ত জয়ও তুলে নেয় বাংলাদেশ।

ভালোভাবে ম্যাচটি সম্পন্ন হওয়ায় দু’দলকে ধন্যবাদ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সাামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গাঙ্গুলী টুইট করেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যে এই ম্যাচটা খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ…খুব ভালো করেছো বাংলাদেশ।’ 

উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ৪৩ বলে অপরাজিত ৬০ রানে জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার রাজকোটে হবে দ্বিতীয় টি-২০ ম্যাচ।

Bootstrap Image Preview