Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজকোটে অনুশীলনের সময় বলের আঘাতে মিঠুনের  থুতনিতে সেলাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ০৯:২৯ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৯, ০৯:২৯ PM

bdmorning Image Preview


স্বাগতিক ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ সামনে রেখে মঙ্গলবার সকাল দশটা থেকে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হয় টাইগারদের অনুশীলন। নেটে ব্যাটিং প্রাকটিসের সময় স্কুপ খেলতে চেষ্টা করেন মিঠুন।

বলটি মিঠুনের থুতনিতে লেগে কেটে যায়। তখন অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে ফার্স্ট এইড চিকিৎসা তথা মিঠুনের কেটে যাওয়া থুতনিতে সেলাই করা হয়। তবে চোট গুরুত্বর না হওয়ায় অনুশীলন চালিয়ে যান তিনি। চিকিৎসকরা তাকে সতর্কতা অবলম্বন করে অনুশীলন করার পরামর্শ দেন।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় ম্যাচ।

Bootstrap Image Preview