Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যাসিনো সম্রাটের বিরুদ্ধে র‍্যাবের চার্জশিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:১৫ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৯, ০৪:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র মামলায় অভিযুক্ত করে রাজধানীর রমনা থানায় চার্জশিট দিয়েছে র‌্যাব।

বুধবার (৬ নভেম্বর) ঢাকা মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী আন্দোলন শুরুর কিছুদিন পরেই ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট এবং তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদেরকে ঢাকায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর গত ৭ অক্টোবর রমনা মডেল থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা করেন।এই দুই মামলায় গত ১৫ অক্টোবর আদালত সম্রাটকে ১০ দিনের রিমান্ডে পাঠান। জিজ্ঞাসাবাদ শেষে গত ২৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

Bootstrap Image Preview